নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাওয়ার আহ্বান নবনির্বাচিত সিটি মেয়রের
সমাজে পরিবর্তনের জন্য স্রোতে গা ভাসিয়ে না দিয়ে নিজস্ব চিন্তা ও স্বকীয়তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।
সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে, চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে একটি জাতীয় দৈনিকের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শহীদুল্লাহ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ আরো অনেকে।