নিজ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাজদার রহমান (৫৫) মারা গেছেন।
মঙ্গলবার ( ১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে বড় ভাই রাজ্জাকের সঙ্গে ছোট ভাই সাজদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে বড় ভাই রাজ্জাক লাঠি দিয়ে সাজদারকে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন সাজদার। এ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।