নিজ শিশু কন্যাকে গলাটিপে হত্যা করলো মা

১০৪

দিনাজপুরের পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় হাসি নামে ৫ বছরের শিশু কন্যাকে গলাটিপে হত্যা করে ঘাতক মা রতনা । শুক্রবার বিকেল নিজ শিশু কন্যাকে হত্যা করে বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়, এ ঘটনা শনিবার জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ঘাতক রতনা বেগমকে (২৫) শনিবার রাতে পৌর শহরের গুলপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর লাশ উদ্ধার করে আজ সকালে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করে পুলিশ।

পৌর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, রতনা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানান তার পরিবার । এ বিষয়ে পার্বতীপুর রেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতনার বিরুদ্ধে মামলা হয়েছে।

You might also like