নিয়ম মেনে এবং গুণগত মান বজায় রেখে স্থাপনা কিংবা বাড়ি নির্মাণ করা উচিত: ডিএনসিসি মেয়র

১২

ঝুঁকি এড়াতে নিয়ম মেনে এবং গুণগত মান বজায় রেখে স্থাপনা কিংবা বাড়ি নির্মাণ করা উচিত উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নিয়ম মেনে স্থাপনা কিংবা বাড়ি নির্মাণ করা হলে যে কোনো বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে ।

সোমবার দুপুরে ডিএনসিসির পক্ষ থেকে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু বিল্ডিং করলেই হবে না, সামনে জায়গা থাকতে হবে। খেলার মাঠ থাকতে হবে, যাতে বিনোদনের পাশাপাশি বড় বিপর্যয়ে খেলার মাঠে আশ্রয় নেওয়া যাবে। ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হবে।’

এ সময় ডিএনসিসির উদ্যোগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে তার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সির (টিকা) কাছে এক হাজার রুম হিটার, আট হাজার হুডি, ব্লাঙ্কেট, জ্যাকেটসহ পোশাক ও অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়।

You might also like