নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

৪২৬

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে আজও অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গেলো কয়েক দিনের মতো আজও বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে লাইসেন্স যাচাই করতে দেখো গেছে তাদের।

রাজধানীর শাহাবাগ, ফার্মগেট, বাংলামোটর, সাইন্সল্যাব, মিরপুর, বিমানবন্দর, উত্তরা, যাত্রাবাড়ীর বিভিন্ন স্থানে চলছে আন্দোলনক। এদিকে আন্দোলনের মধ্যে সড়কে বাস না নামানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। ফলে রাজধানীতে গণপরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
ভক্সপপ

এছাড়াও, রাজধানীর বাইরেও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।৯ দফা দাবি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে জেলা সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে সুনামগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকালে জেলা সরকারি কলেজ, মহিলা কলেজ, জুবিলী উচ্চ বিদ্যালয়সহ প্রায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় বিভিন্ন সড়কে ফিটনেস ও নিবন্ধনবিহীন গাড়ি চেক করেন আন্দোলনকারীরা।পটুয়াখালীর বাউফলেও নিরাপদ সড়কের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এতে অংশ নেন বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। এদিকে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিষ্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার,কলেজ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ্র কর, কলেজ ছাত্র ইউণিয়নের সাবেক সভাপতি দ্বিপাল ভট্রাচার্য্য সহ অনেকে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like