নিরাপদ সড়ক চাই

১১৮

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ এবং নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে। পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী গণগ্রন্থাগার কেন্দ্রে এসে শেষ হয়।

এছাড়া নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রসাশনের আয়োজনে বনপাড়া পৌরসভার সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে “নিরাপদ সড়ক চাই” দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like