নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান মাশরাফি-সাকিব

১০২

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কিনবেন তারা।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, তারকা খেলোয়াড় মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির অফিসে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন।

আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে মাশরাফি ও সাকিব মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like