নিশ্চিতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অপহরনকারী নিহত

৯৬

আশুলিয়ার নিশ্চিতপুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে অপহরনকারী নিহত হয়েছে। এসময় এস আইসহ ৪ জন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে আশুরিয়ার নিশ্চিতপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের নাম বাবলু হোসেন মুন্সী। সে বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও অপহরনসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর নিশ্চিতপুরে ৮ টুকরা লাশের মুল হোতা ও অপহরনকারী বাবলুকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় অন্য অপহরনকারীদের ছোড়া গুলিতে বাবুল গুলিব্ধি হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

এদিকে এ ঘটনা আশুলিয়ার থানার এস আই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য সাদ্দাম হোসেন, মামুন ও ফকরুল হোসেন আহত হন।

উল্লেখ্য গত ১২ নভেম্বর আশুরিয়ার নিশ্চিতপুর থেকে মেহেদী হাসান টিপু নামে এক ব্যক্তির ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। তাকে অপহরন করে হত্যা করা হয়েছিলো।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like