নিষেধাজ্ঞার কারণে মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, হুমকি রাশিয়ার
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান। শনিবার তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার জবাবে এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।
রুশ মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন শনিবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে রোগোজিন বলেন, ‘পশ্চিম যদি শাস্তিমূলক নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহার না করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরাসরি সেসবের প্রভাব পড়বে।’
১৯৯৮ সালে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপের ১১টি দেশের যৌথ প্রকল্প।
মহাকাশ স্টেশনের যে অংশটির দায়িত্বে রাশিয়া রয়েছে, সেটি স্টেশনটির পৃথিবীর কক্ষপথে থাকার ব্যাপারটি দেখভাল করে। যদি হঠাৎ রাশিয়া তার কার্যক্রম বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ৫০০ টন ওজনের এই স্টেশনটির ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা সংস্থা ক্যাস্টেলাম ডট এআই সম্প্রতি জানিয়েছে, বিভিন্ন অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা বিশ্বের দেশসমূহের মধ্যে বর্তমানে শীর্ষে আছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত দু’সপ্তাহে দেশটির বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অভিযান শুরুর পর জারিকৃত নতুন নিষেধাজ্ঞাগুলোসহ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও আন্তর্জাতিক মোট নিষেধাজ্ঞার সংখ্যা এখন ৫ হাজার ৫৩০।
সূত্র: এনডিটিভি।