নীলফামারীতে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে দিনমুজুরের আত্মহত্যা

৩৩৪

নীলফামারীর ডিমলায় দাদন ব্যবাসায়ীর টাকা পরিশোধে হুমকী ও ভয়ভীতিতে দিনমুজুর আব্দুল আজিজ বিষপানে আত্মহত্যা করেছে। সে পূর্ব ছাতনাই ইউনিয়নের উত্তর নাউতারা গ্রামের মৃত আহম্মেদ আলীর পুত্র।

একই এলাকার শহির উদ্দিনের স্ত্রী দাদন ব্যবসায়ী ছালেহা বেগমের ১ বছর পূর্বে প্রতি হাজারে দেড়শত টাকা মাসে সুদে ২০ হাজার টাকা গ্রহন করেন। প্রতি মাসের সুদের ৩ হাজার টাকা দিয়ে আসছিলো হতদরিদ্র আব্দুল আজিজ ও তার পরিবার। কিন্তু কয়েক মাস থেকে ঢাকায় মুজুরি দিতে গিয়ে সুদ ও আসল টাকা দিতে পারেনি সে। ঘটনার দিন আব্দুল আজিজের বাড়ীতে গিয়ে সুদ ও আসল টাকার দাবীতে অবস্থান করেন ছালেহা বেগম। এ সময় দিনমুজুর আব্দুল আজিজ বিষপানে আত্মহত্যা করে।

এলাকাবাসী জানান, ছালেহা তার এক পুত্রকে নিয়ে পানের দোকানের পাশাপাশি দাদন ব্যবসা করেন। ছালেহা বেগমের সাথে সরাসরি যোগাযোগে তিনি বলেন, আমি ৭ মাস ধরে ২০ হাজার টাকা চেয়ে আসছি। আমি এটা করেই খাই। কিন্তু আজিজ আমাকে টাকা না দেওয়ায় আমি শুক্রবার সকালে টাকার জন্য তার বাড়ীতে যাই। পাওনা টাকা চেয়ে তার বাড়ীতে অবস্থান করায় সে বিষপানে আত্মহত্যা করে। আত্মহত্যা করায় টাকা মাফ করে দিয়েছি।

ডিমলা থানার ওসি তদন্ত এসআই সোহেল রানা জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like