নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দম্পত্তি নিহত

১৫

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই দম্পত্তি উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় একই ইপিজেডের অপর এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে নীলফামারী- সৈয়দপুর সড়কের কাজিরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুতরা জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৩)।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমান বলেন,‘তিনজন শ্রমিক একই মোটরসাইকেলযোগে উত্তরা ইপিজেডের কর্মস্থলে আসছিলেন। পথে নীলফামারী- সৈয়দপুর সড়কের কাজিরহাটে একটি ইজিবাইক অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের ওপরে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা (সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে) একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-২২৭৫) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন। এসময় আহত হন তাদের সঙ্গে থাকা অপর শ্রমিক সুকুমার রায় (২৮)। তার বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।’

You might also like