নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা
নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজো ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়ে এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এসময় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী নুসরাতের নামে একটি সড়ক ও ভবনের নামকরণের ঘোষণা দেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংসদ জানান সিরাজুদদোলা বা তার সহযোগীদের সাথে আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওযা হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি