নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ফেনী এবং সোনাগাজীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি
ফেনীর নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সারাদেশের মতো আজো ফেনী এবং সোনাগাজীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
এদিকে আটক দুই আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্রেক্ষিতে গত রাতে শামীম নামের আরো একজনকে আটক করেছে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম। এর আগে, গতকাল হত্যা মামলার অন্যতম আসামী মোকসুদকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। নুসরাতের জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি