নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়ের রেকর্ড

১৩৩

থামানো যাচ্ছে না প্যারিস সেন্ট জার্মানকে। নতুন মৌসুমের উড়ন্ত সূচনা ধরে রেখে একের পর এক জয় তুলে নিচ্ছে ফরাসি ক্লাবটি। শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে নেইমার ও কাইলিয়ান এমবাপের লক্ষ্যভেদে লিলকে ২-১ গোলে হারিয়ে জয়ের নতুন রেকর্ড গড়েছে থোমাস টুখেলের দল।

চলতি ফরাসি লিগের প্রথম ১২ ম্যাচের সবক’টিতে জিতেছে পিএসজি। যাতে ইউরোপের শীর্ষ লিগে টানা জয়ের রেকর্ড গড়েছে তারা। ভেঙেছে টটেনহামের গড়া ৫৮ বছর আগের রেকর্ড। ১৯৬০-৬১ মৌসুমে ইংলিশ ক্লাবটি প্রথম ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল, যেটি লিলের বিপক্ষে জিতে নিজেদের করে নিয়েছে প্যারিসের ক্লাবটি।

যদিও এবারের জয়টি সহজে আসেনি পিএসজির। ঘরের মাঠে লিলের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। গোলশূন্য প্রথমার্ধ শেষে ৭০ মিনিটে মাঝ মাঠ থেকে নেইমারের দেয়া বলটি দারুন ভাবে জালে জড়ান এমবাপে।
এমবাপের গোলে অবদান রাখার পর স্কোরশিটেও নাম তোলেন নেইমার। ৮৪ মিনিটে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২ গোলে পিছিয়ে পড়া সফরকারীরা ইনজুরি টাইমের পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলেও হার এড়াতে পারেনি। পয়েন্ট টেবিলে তাই শীর্ষে থাকা পিএসজি থেকে আরও পিছিয়ে পড়লো তারা।। ১২ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে পিএসজি, ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লিল (২৫)।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like