নেছারাবাদে কেজি দরে তরমুজ বিক্রি করলে আইনগত ব্যবস্থার হুসিয়ারি

৪৪

পিরোজপুরের নেছারাবাদে জগন্নাথকাঠী বন্দরে তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. বশির গাজী। নেছারাবাদে পিস হিসাবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করার খবর পেয়ে আজ বুধবার সকালে তিনি জগন্নাথকাঠী বন্দরে অভিযানে নামেন।

এসময় তিনি ব্যবসায়িদের কেজি দরে তরমুজ বিক্রি না করার জন্য নিষেধ করেন। অন্যাথায় ব্যবসায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুসিয়ারি দেন। এসময় তিনি একইসাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে পলিথিন রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করেন।

অভিযানেকালে সাথে ছিলেন,নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মাদ হোসেন ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। বাজারের কোন অসাধু ব্যবসায়িকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা।

You might also like