নেত্রকোণার বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকায় লড়ি চাপায় নিহত ২

১৫১

নেত্রকোণার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকায় বুধবার সকাল সোয়া এগারোটায় লড়ি চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালিবাহী একটি লড়ি শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুরের গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে অটোরিক্সার চালক লালচান খাঁ (৩৫) ও পূর্বধলার উপজেলার লাটুনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আজিজুল (৩৫) নামের দুই জন নিহত হয়েছে। এসময় অটোরিক্সায় থাকা অপর তিন যাত্রীও গুরুত্বর আহত হয়।

নেত্রকোণার দুর্গাপর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like