নেত্রকোণা সদর থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার
নেত্রকোণা সদর থেকে উজ্জল চৌধুরী নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী জানান, গতকাল সন্ধ্যায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি উজ্জল।
আজ (সোমবার) সকালে বাড়ির পাশের জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি