নেত্রকোনায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নিলয় সরকার নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের-বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিলয় ময়মনসিংহ রুহী গ্রামের সুধীর সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, , বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।
শিশুর মরদেহ পাওয়ার ঘটনার কথা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানায় ওসি তাজুল ইসলাম।
ডেস্ক নিউজ/বিজয় টিভি