নৈতিকতা দিয়ে জনগণকে সেবা দেয়ার আহ্বান দুদক কমিশনারের

১১৭

দুদকের ভয়ে নয়, নৈতিকতা ও উত্তম মূল্যবোধ দিয়ে জনগণকে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম।

আজ (রোববার) সকালে, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দুর্নীতি দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করে জানিয়ে তিনি বলেন, সরকার জনসেবায় নতুন নতুন কৌশল ও প্রযুক্তি যুক্ত করেছে, সেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের প্রাপ্য অধিকারটুকু দিয়ে নিজের দায়িত্ব পালন করে সন্তুষ্টি অর্জন সম্ভব।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like