নোয়াখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে-৪ জন নিহত, আহত-২

১০২

নোয়াখালীর চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত-৪ জন, আহত হয়েছে আরো ২ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার দুপুরে বেগমগঞ্জের সোনাইমুড়ী-চৌরাস্তা সড়কের মিরওয়ারিশপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী হিমাচল বাসের সাথে চৌরাস্তা থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিল।

ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে বাকীদের হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার আর এমও আনোয়ারুল আজীম জানান, আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করার পর আরো ৩ জন মারা যায়। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like