নোয়াখালী ও কুষ্টিয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত  

৯০

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার আসামি ও কুষ্টিয়ার ভেড়ামারায় এক ডাকাত পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) ভোরে, নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্ল্যাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নজরুল ইসলাম ওরফে কানা নজরুল নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নজরুল শিবির ক্যাডার পিয়াসের সেকেন্ড ইন-কমান্ড এবং ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারার ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোহর আলি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like