নোয়াখালী ও জয়পুরহাটে পৃথক ঘটনায় দু’জনকে হত্যা
নোয়াখালী ও জয়পুরহাটে পৃথক ঘটনায় দু’জনকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাশেদ নামে এক যুবককে চোর সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রাশেদ একই ওয়ার্ডের হাসেম বাজার এলাকার আবুল হাসেম বাদীর ছেলে। পুলিশ জানায়, স্থানীয়রা রাশেদকে চোর সন্দেহে আটক করে স্থানীয় হাশেম বাজারে গণপিটুনি দেয়।
পরে পুলিশ আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, গতকাল রাতে জয়পুরহাটের ক্ষেতলালের দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম নামে এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।