নোয়াখালী স্কুল ছাত্রীকে হত্যা চেষ্টা

২৩৬

নোয়াখালীর বেগমগঞ্জ শরীফপুরের রজব উদ্দিন ছেরাং বাড়ীর সাহাব উদ্দিন, জোৎস্না  আক্তার, রহিমা বেগম তিন ভাই-বোনের মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা জমির বিরোধের জের ধরে সোনাপুর স্কুলের নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী নাজমা আক্তারকে  জবাই করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়,জোৎস্নাকে লক্ষীপুরে বিয়ে দেয়ার পর মেঘনার নদীগর্ভে তার বাড়ী বিলীন হয়ে যায়। এরপর সে বাপের বাড়ী শরীফপুরে অবস্থান করে। হঠাৎ রহিমা ও সাহাব উদ্দিন বাড়ীতে এসে জোৎস্নার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কথা কাটাকাটির মধ্যে নাজমা কে বটি দিয়ে জবাই করার চেষ্টা করলে বোন নাসরিন এবং মা জোৎস্না তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দিচ্ছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like