নড়াইলে অা’লীগের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত

১৮৩

সাজিদুল ইসলাম শোভনঃ নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও গনভোজের আয়োজন করা হয়েছে।

সোমবার ( ২৭ আগষ্ট) বিকালে উপজেলার চাচুড়ি বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান, মোঃ রবিউল ইসলাম, হাদিউজ্জামান হাদি প্রমুখ।

বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার দাবি জানান এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে তৃনমূল পর্যায়ে নেতাদের কাজ করার আহবান জানান। সভা শেষে গনভোজের আয়োজন করা হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like