নড়াইলে কৃষক শাফিউর রহমান শাফিকে হত্যার ঘটনায় ২১ আসামিকে গ্রেফতার

৯২

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফিকে হত্যার ঘটনায় ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (শনিবার) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, গত ১৩ মার্চ কামালপ্রতাপ বাজারে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন।

সকালে আসামিরা এসপি অফিস এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের হেফাজতে আসেন। পরে তাদের গ্রেফতার করা হয়। এ মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like