নড়াইলে তিন কিলোমিটার পথচিত্র অঙ্কন

নড়াইল জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আর্ন্তজাতিক মাতৃভাষাকে স্মরণীয় করে রাখতে ২১শের আলোক সজ্জাসহ তিন কিলোমিটার সড়কে পথচিত্র অঙ্কণ শেষ হয়েছে।

শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির দানবীর ফাজেল আহম্মেদ চত্বর থেকে পথচিত্র অঙ্কণের কার্যক্রম শুরু করা হয়। অঙ্কণের কার্যক্রম রোববার ভোর ৬টায় শেষ হয় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে। একুশের আলো সীমানা পর্যন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা থাকায় এ সময়সীমা পর্যন্তু সড়কে কোন যানবাহন চলাচল করেনি।

৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের বিয়োগান্ত ঘটনাসহ, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড যেমন-রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যৗাটেলাইট, কর্ণফুলি চ্যানেল, পদ্মাসেতু,মেট্রোরেল, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন স্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা আকা হয়।

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ১১টি স্থান থেকে এক যোগে পথচিত্র অঙ্কণের উদ্বোধন করেন।

পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলাম বলেন, পথচিত্র অঙ্কণ সফল করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সব ধরণের কর্মকান্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে তিন কিলোমিটার সড়ক ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। ৩০০ স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী ১১টি সেক্টরে বিভক্ত হয়ে এক যোগে অঙ্কণ কাজ শুরু করে। তিনি বলেন,তিন কিলোমিটার পথচিত্র অঙ্কণে ৪ হাজার লিটার রংয়ের ব্যবহার করা হয়।

যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। রংয়ের ব্যবস্থা করে দিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।