নড়াইলে সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু

২২৫

নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১ জুন) এ ঘটনা ঘটে ।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলেকে শামীউল মোল্যা (১৩) সন্ধ্যায় বাড়িতে সমবয়সীদের সাথে খেলা করার সময় খড়ের পালা থেকে তাকে সাপে দংশন করে। নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথিমধ্যে শামীউল মারা যায়।

এদিকে, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বিশ্বজিত দে’র ছেলে শান্ত (৩৫) বিকেলে বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় সাপে দংশন করে। নলদী ইউনিয়নের সদস্য বাদশা মিয়া জানান, নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like