নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

১০৪

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যা মামলার প্রধান আসামি লোহাগড়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নজরুল শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল গভীর রাতে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মিলটন কুমার দেবদাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, সকালে তার গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে ফাঁসির দাবিতে থানার সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like