নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় মো. শামীম মোল্যা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দিবাগতরাত ৮টার দিকে তেরখাদা-চাপাইল সড়কের পাখিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের মো. গফফার মোল্যার ছেলে। তিনি পহরডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ব্যবসায়িক কাজ শেষে সোমবার রাত ৮টার দিকে খুলনার তেরখাদা উপজেলা সদর থেকে মোটর বাইকে করে ফিরছিলেন। পথে ওই সড়কের পাখিমারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রলি বাইকটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি।

উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like