নড়াইল সদর হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
নড়াইল চেম্বার অব কমার্সের উদ্যোগে সদর হাসপাতালে ২টি হাইফ্লো নেজাল ক্যানোলা, ২টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
এফবিসিসিআই এর সহযোগিতায় বুধবার(২৮জুলাই) সকালে সদর হাসপাতালের সভাকক্ষে করোনা চিকিৎসায় এসকল চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো.হাসানুজ্জামান। এ সময় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আসাদ-উজ-জামান মন্সী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা.নাসিমা আকতার, নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাবা সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন,বিশেষজ্ঞ চিকিৎসক ডা.শাহিনুজ্জামান,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মশিউর রহমান বাবু,জেলা যুবলীগের আহবায়ক মো.ওয়াহিদুজ্জামান প্রমুখ।
এ সময় মো.হাসানুজ্জামান বলেন, এর আগেও নড়াইলে এফবিসিসিআই এর সহযোগিতায় বিভিন্ন ধারনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।