পঞ্চগড়ে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লোকমদ্দীন (৮৪) নামে এক বৃদ্ধ খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের রণচণ্ডি বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লোকমদ্দীন ঠাকুরগাঁও জেলার কিসমত শুখান পুকুরী এলাকার বাসিন্দা। তিনি ওই মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে থাকছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, দুপুরের দিকে ওই বৃদ্ধের মরদেহ ঝুলন্ত অবস্থায় মসজিদের পাশের রুমে দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You might also like