পঞ্চগড়ে গমক্ষেত থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের সদর উপজেলায় একটি গমক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত করিমা বেগমের বাড়ি অমরখানা ইউনিয়নের অমরখানা গ্রামে। সে ওই এলাকার সলেমান আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, করিমা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়ি অমরখানা এলাকায় থাকতেন। সেখান থেকে প্রতিদিন তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধায় পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন এই নারী। প্রতিদিনের ন্যায় সন্ধ্যার মধ্যে করিমা বাড়ি ফিরলেও মঙ্গলবার গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করে। পরে বুধবার বেলা ১১ টায় ওই নারীর পাশের গ্রাম গোলাবাড়ি এলাকার একটি গমক্ষেতে ওই নারীর অর্ধনগ্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয়দের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে করিমা বেগমকে। মরদেহের পাশে বাজার খরচের ব্যাগ ও টিফিন বক্স পড়ে ছিল।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ জানান, তদন্ত ছাড়া আমরা এখনই কিছু বলতে পারছি না। আগে তদন্ত কাজ শেষ হোক তারপর আমরা বিস্তারিত জানাতে পারব।

You might also like