পটিয়াকে সুরক্ষায় রাখতে ১২শ কোটি টাকার একটি মেগা  প্রকল্প

১২৩

পটিয়াকে সুরক্ষায় রাখতে ১২শ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

সোমবার দুপুরে পটিয়ার কালিগঞ্জ ব্রিজ এলাকায় মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বেড়িবাঁধ উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেড়িবাঁধটি নির্মিত হলে পটিয়া উপজেলায় পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের দুর্ভোগ কমবে। এছাড়া, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণ, সুইচগেইট নির্মাণ, খাল খনন, রাবার ড্যাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like