পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১০৭

পটিয়ায় ট্রাকের ধাক্কায় শাহাজান ও আরজু নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার পটিয়ার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, শ্যালক ও দুলাভাই মিলে চট্টগ্রাম থেকে পটিয়া যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন সড়কের পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like