পটুয়াখালীতে দুই স্কুলছাত্র খুনের মামলায় গ্রেপ্তার ২
পটুয়াখালীতে দুই স্কুলছাত্র খুনের মামলায় একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা দুজনই বাউফল উপজেলার ‘ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের’ নবম শ্রেণির ছাত্র।
সোমবার রাতে নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৫ বছর বয়সী ওই দুই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে।
তাদের মধ্যে একজন একাই দুই ছাত্রকে ছুরি মেরেছিল। ছেলেটি ‘ফ্রি-ফায়ার’ এবং ‘পাবজি’ গেমসে আসক্ত। সে এসব গেমসের মারামারি দৃশ্য দেখে নৃশংসতা শিখেছে।
গত ২২ মার্চ বিকালে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোরের হামলায় খুন হয় নাফিজ ও মারুফ নামের দুই কিশোর, আহত হয় আরেকজন। তারা ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।