পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরো ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে : রেলমন্ত্রী
পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরো ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজ ভ্যানে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি