পদোন্নতির দাবিতে বাংলাদেশে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

১০৪

পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশে কালেক্টরেট সহকারী সমিতি।

এ উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উদয়ন কুমার বডুয়াসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ থাকলেও শুধুমাত্র ইউএনও ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা কর্ম জীবনের শেষ পর্যন্ত কোনো ধরনের পদোন্নতি পান না।

তাই তাদেরকে পদোন্নতিসহ পদবি পরিবর্তন এবং প্রশাসনিক কর্মকর্তা করার দাবি জানান তারা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like