পদ্মা সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত : নৌ প্রতিমন্ত্রী

৭৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। এ সেতুর নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এ সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তবে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হবে এবং পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাত অসাবধানতায় হয়েছে । দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

You might also like