পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোয় আটক ১

১১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ‘মো. ফোরকান হোসেন’ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪ উপ পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, বকশীগঞ্জ উপজেলার ধারারচর এলাকায় অভিযান চালিয়ে ফোরকানকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফোরকান পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like