পরাজিত প্রার্থীদের সহযোগিতা চাইলেন নির্বাচিত চেয়ারম্যান বাবু

১৬৩

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর বাড়িতে গিয়ে সাক্ষাত করেছেন বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান বাবু। সোমবার রাতে পরাজিত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক প্রার্থী এস.এম শওকত হোসেন ও মটরসাইকেল প্রতিক অংশগ্রহণকারী প্রার্থী গোলাম মোরশেদের বাড়িতে যান।

এ সময় টানা দ্বিতীয়বার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু বলেন, নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়। এক সঙ্গে ছিলাম, এক সঙ্গেই থাকবো। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়নে একযোগে কাজ করবো। উন্নয়নের অগ্রযাত্রায় তাদের সহযোগিতা কামনা করেন নির্বাচিত এ চেয়ারম্যান। এ সময় পরাজিত প্রার্থীরাও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, নব-নির্বাচিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, যুবলীগ নেতা উজ্জলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like