পরিশ্রমের টাকায় গাড়ি-বাড়ি করেছি, ‘এতে শাকিবের সমস্যা কোথায়?
ঢালিউডের অতি পরিচিত মুখ শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিগত জীবনের বিতর্ক থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছেন না ঢাকাই শোবিজের সফল ও শীর্ষনায়ক শাকিব খান। দুই চিত্রনায়িকার সঙ্গে তার প্রেম-পরিণয় এবং সন্তানের প্রসঙ্গ প্রায় বছরজুড়েই থাকে আলোচনায়।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর তিনি গোপনে বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। প্রথম বিয়ের মতো এই বিয়ের খবরও ছিল গোপন। তা প্রকাশও পায় একইভাবে। হঠাৎই মিডিয়ার সামনে সন্তানদের নিয়ে হাজির হন দুই চিত্রনায়িকা। জানান, সন্তানের পিতার পরিচয়। তবে বিষয়গুলো অস্বীকার করেননি শাকিব।
শাকিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্ত্রীকে অসম্মান করে কথা বলেন। যা নারী ও একজন মায়ের জন্য অবমাননাকর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব তার স্ত্রী বুবলীর বিরুদ্ধে “অবৈধ সম্পর্কের” অভিযোগ এনেছেন। পাশাপাশি প্রশ্ন রেখেছিলেন, “বুবলী কী করে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট ও ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন? হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব?”
এদিকে, শাকিবের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলী। তিনি জানান, অনেক বছর ধরে ফিল্ম করছেন তিনি, তার আগে নিউজ পড়েছেন, অনেক কালচারাল প্রোগ্রাম করেছেন, বিভিন্ন ওপেনিং শো এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। এত বছর সম্মানের সঙ্গে কাজ করে নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে তার।
শাকিবের প্রশ্নের জবাবে বুবলী বলেন, আমার যে গাড়ির কথা শাকিব বলছেন, সেটা ব্যাংক লোন নিয়ে নেওয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শোরুম থেকে নেওয়া, সেই শোরুম উনি নিজেও চেনেন।
অভিনেত্রী আরও বলেন, আমার বাসার কথা শাকিব বলেছেন, যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা। আমি আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?
ঢালিউড সুপারস্টার শাকিব বেশ কয়েক বছর অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পর বিয়ে করেন। তবে তা লুকিয়ে রাখেন। অপ্রকাশ্য থাকার পর ২০১৭ সালের এপ্রিলে ছয় মাস বয়সী ছেলে আব্রাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন অপু।
পরের বছর শাকিবের সাথে অপুর বিচ্ছেদ হয়। সেসময় গুঞ্জন ওঠে বুবলীর সাথে প্রেমে ও পরিণয়ে জড়িয়েছেন তিনি। গুঞ্জনের মধ্যেই ২০১৮ সালে শাকিব বিয়ে করেন বুবলীকে।
গত বছরের অক্টোবরে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মিডিয়ায় হাজির হন বুবলী। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। একদিকে, শাকিব বলছেন, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, বুবলীর দাবি, তাদের এখনও বিচ্ছেদ হয়নি।