পর্দা উঠল ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের
১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২-এর উদ্বোধনী পর্দা উঠলো ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চত্বর ও অডিটোরিয়াম প্রাঙ্গণে।
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর আয়োজনে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে গেল ৫ মার্চ উৎসবের এবারের আসর বসে। বিকেল ৪ টায় শুরু হয় উৎসব আয়োজন।
উদ্বোধনের অনুষ্ঠানিক সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল। উপস্থিত ছিলেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম ও উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন।
উৎসবের বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। উৎসবে এই আয়োজনকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রোজেকশন হলে প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রধান অতিথি হিসেবে অনলাইনে উৎসবটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
প্রায় ৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শনী হবে ফেস্টিভ্যালে। উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয় ডেনিস গ্যানসেল পরিচালিত জার্মান চলচ্চিত্র ‘জিম বাটন এন্ড দ্যা ওয়াইল্ড ১৩’।
এছাড়া গেল বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে থাকছে প্রতিযোগিতা বিভাগ। এবারের উৎসবে একটি ভেন্যুতে ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের উৎসবের পর্দা নামবে ১১ মার্চ। উৎসবটি ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আয়োজন করা হয়েছে। দেশের ৮টি বিভাগে মার্চ মাস জুড়েই এ উৎসব চলবে।