পল্লবী থানায় বিস্ফোরণ, চার পুলিশ সদস্যসহ আহত ৫
রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে থানা পুলিশের হাতে গ্রেফতার আসামির সঙ্গে থাকা ভারী একটি বস্তু বিস্ফোরণে তারা আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
পল্লবী থানাসূত্র জানায়, দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউণ্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনসহ তিন আসামি গ্রেফতারের পর থানায় আনা হয়। পরে ডিজিটাল ওয়েট মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি