পশ্চিম বাকলিয়া উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন জমা শুরু

৯৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা চলছে।

গত ৪ জুলাই থেকে শুরু হয় মনোনয়ন জমা প্রক্রিয়া। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রর্থীরা কর্ম-সমর্থকদের নিয়ে জমা দিচ্ছেন মনোনয়ন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান ২৫ জুন ‘পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।  জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, পশ্চিম বাকলিয়ায় ভোটার রয়েছেন ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৭৪৮ জন ও নারী ভোটার ২৬ হাজার ৭৭ জন। ২৫ জুলাই এখানে ভোটগ্রহণ হবে ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like