পহেলা বৈশাখকে ঘিরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন- ডিএমপি কমিশনার

১৪৮

পহেলা বৈশাখে নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে মঙ্গল শোভাযাত্রা, বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শোভাযাত্রার সামনে, পেছনে ও দুই পাশে থাকবে নিরাপত্তা বলয়। মাঝপথে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, ‘এবার শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে শাহবাগ মোড়, ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে টিএসসি হয়ে চারুকলায় এসে শেষ হবে।

শোভাযাত্রায় মুখোশ ও ভুভুজেলা নিষিদ্ধ থাকবে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা শহরে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডগ স্কোয়াড, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য অনুষ্ঠানস্থলে থাকবেন। এবছর বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে কোনও নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like