পহেলা বৈশাখে নিরাপত্তার কোন হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম
পহেলা বৈশাখে নিরাপত্তার কোন হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে রমনা বটমূলের মূল মঞ্চে নববর্ষ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ একথা বলেন।
বলেন, সব ধরনের নাশকতা এড়াতে সর্বত্র প্রস্তুত রয়েছে র্যাব। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বরাবরের মতো কাজ করে যাবে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি