পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

১৭

বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে আঁখি আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) গৌরনদী উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

আঁখি ওই গ্রামের আব্দুল মজিদ মুন্সীর মেয়ে। সে বাউরগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল আঁখি। শনিবার পরিবারের সবার অজান্তে রান্নাঘরের পাশের পুকুরে পরে তার (আঁখি) মৃত্যু হয়।

সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

You might also like