পাবনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

পাবনা সদর থানার চকরামানন্দপুর থেকে আমিরুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত মামলার তালিকাভুক্ত পলাতকএক আসামীকে আটক করেছে র‍্যাব।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার  চকরামানন্দপুর কামাল প্রামানিক এর গাড়ীর পার্টসের দোকানের সামনে রাস্তার পাশে অভিযান চালিয়ে করে তাকে আটক করে র‍্যাব সিপিসি-২ পাবনার সদস্যরা।

আটককৃত আসামী আমিরুল ইসলাম পাবনা জেলার সদর থানার চকরামানন্দপুর  গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায়।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় মামলা দায়েরের পর থেকে সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল।পরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আসামীকে পাবনা সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

You might also like