পাবনায় আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন
পাবনায় আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ল্যাবের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। ল্যাবটিতে প্রতিদিন ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বৃদ্ধি করা হলে আরো বেশি নমুনা পরীক্ষা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পাবনা মেডিক্যাল কলেজের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ বুলবুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ অনেকে।
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরি জানান, এখন নমুনা পরীক্ষার অচলাবস্থা কেটে যাবে। জনবল বেশি নেয়া গেলে প্রতিদিন বেশি করে নমুনা পরীক্ষা করা যাবে।