পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন চরমপন্থি নিহত
পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাতে ৪ ডাকাত উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি করতে গেলে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের গণপিটুনি দেয়। এ সময় পালিয়ে যায় দলের দুই সদস্য। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে সাঁথিয়া সহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি